শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
বরিশালের ইউনিভার্সিটি অব গেøাবাল ভিলেজ (ইউজিভি) এর উদ্যোগে ঝালকাঠিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য স্কলার্স’।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন।
প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এতে ‘অতিথি আলোচক’ ছিলেন।
তথ্যপত্র উপস্থাপন করেন ইউজিভির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এমডি লোকমান খান। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (অনুষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী) ড. মোঃ শামীম আহসান এবং ইউজিভির সহকারী পাবলিক রিলেশন অফিসার (এপিআরও) মো. মেহেদী হাসান শুভ বিভিন্ন দিক তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করাসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সুপারিশ করেন শিক্ষকরা। ইউজিভির চিফ পাবলিক রিলেশন অফিসার (সিপিআরও) মো. রেজাউল করিম বাদল উপস্থিত ছিলেন।