শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
“ভালো থাকার উপায় জানি,সকল কাজে নিরাপদ পানি” এ শ্লোগানে ঝালকাঠিতে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার,মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভোসড ঝালকাঠি জেলা ম্যানেজার মিল্টন দত্ত।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ভোসড এ অবহিতকরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমন্ময়কারী শাহ আলম, টিম লিডার এস এম নিজাম উদ্দিন,পৌর প্যানেল মেয়র তরুন কর্মকারসহ সদর উপজেলা ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের উর্ধ্বতন কর্মকর্তা অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় ২২ টি ইউনিয়নে প্রায় ৫৫ হাজার টিউবওয়েল টেষ্টার এর মাধ্যমে স্ক্রিনিং করে ডাটা বেইজ রির্পোট করা হবে। এতে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে মাঠে কাজ করানো হবে।