রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর জেলার ৪টি উপজেলার ১৫৭টি মন্ডপে পুজা উদযাপিত হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পরিকল্পনা করা গ্রহণ হয়। সভায় বলা হয়, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাংলাদেশি। ধর্মীয় রীতি পালনে প্রত্যেকের সমান অধিকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা , সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি এড. তপন রায় চৌধুরী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।