মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক হলেন কাঠালিয়ার সিরাজুল

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক হলেন কাঠালিয়ার সিরাজুল

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক নিবার্চিত হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মো: সিরাজুল ইসলাম। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শৈশব থেকেই সিরাজ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন।

মো: সিরাজুল ইসালম বাশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে ২০১৪-১৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়ের দিক থেকে মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ক্যান্ডিডেট ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব নির্বাচিত তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক মো: সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধর আর্দশ ধারন করে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সর্বদা। বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী হতে চাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার জীবনের সবচাইতে বড় পরিচয়। মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা সচেষ্ট থাকবো।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana