রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (১৫ মে) জাতীয় শিক্ষা সপ্তাহে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামিক স্ট্রাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা, কাঠালিয়ার একমাত্র প্রথম অনলাইন পত্রিকা কাঠালিয়া বার্তার নির্বাহী সম্পাদক, উপজেলা সুজনের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা গণগ্রন্থাগারের কোষাধক্ষ্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষক বাছাই কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান এবং মাধ্যমিক শিক্ষ অফিসার মু. আনোয়ার আজিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলামের সমন্বয় গঠিত বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ আবদুল হালিম আইসিটি, কম্পিউটার ও সৃজনশীল কারিকুলামে বিশেষ পারদর্শি। প্রথমে তিনি কলেজে অধ্যক্ষের সমন্বয় গঠিত বাছাই কমিটিতে কলেজের মধ্যে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।