শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মো. জালিলুর রহমান প্রমূখ।