মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হানাদার মুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক সিকদার, মো. শাহজাহান জমাদ্দার, মো. হানিফ খান, নারায়ন কাঞ্জিলাল, অবিনাশ সন্নমত, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এম এম তারিকুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন ১৯৭১ সনের ০৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা কাঠালিয়া উপজেলাকে হানাদার মুক্ত করেন। সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।