মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গুজব, সন্তাস ও মোবাইলের অপব্যবহার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিম ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. নান্নু কবির পলাশের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মো. আবদুল আল হাদী, মডেল কেয়ার টেকার আলহাজ¦ মো. আনিসুর রহমান, শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা আবদুর রহমান প্রমূখ। সভাশেষে দোয়া মোনাজাত করা হয়।