বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আঃ রব গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বুধবার সকার ১০টায় স্থানীয় গাজী বাড়ী মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে আব্দুল রব গাজী (৮৫) নিখোঁজ হন। পরে বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘন্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর লাশ পুকুর থেকে উদ্ধার করে। আব্দুল রব গাজী চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।