বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় রাজনৈকি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

কাঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় রাজনৈকি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ (টিএইচপি) ও পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) আয়োজনে এবং নাগরিকের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেরসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।

উপজেলা সুজন সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিমের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান, পিএফজি উপদেষ্ঠা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতিমা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের গভর্ণিবডির সভাপতি সাবেক অধ্যাপক মো.রুস্তম আলী খান, সাবেক জেলা পরিষদ সদস্য, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা এসএম আমিরুল ইসলাম লিটন, সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পিএফজি সদস্য শাখাওয়াত হোসেন অপু, জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি মো. এনায়েত হোসেন খসরু, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অফিসের কর্মকর্তা সোহেল তানভির, মো.জাকির হোসেন দুলাল, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মো.আবদুস সালাম, কাঠালিয়া প্রেস ক্লাবের মহিলা সম্পাদক ও পিএফজি সদস্য নারী নেত্রী ইসরাত জাহান রুমা, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নাজমীন তুলি, উপজেলা বিএনপি’র যুগ্মসাধারন মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.হাসিব ভুট্রো, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান নিশাত, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.মাহাবুবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মোশারফ হোসেন, সাংবাদিক এইচএম নাসির উদ্দিন ও সাংবাদিক সাকিবুজ্জামান সবুর সহ অনেকে। সভায় বক্তরা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana