বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় সমলয় মাঠে শস্য কর্তন ও মাঠ দিবস

কাঠালিয়ায় সমলয় মাঠে শস্য কর্তন ও মাঠ দিবস

কাঠালিয়ায় সমলয় পদ্ধতিতে চাষাচাদ করা কম্বাইন হার্ভেস্টার মেশিনে বোরো ধান কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। গত শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী ব্লকে আনইলবুনিয়া সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবীদ মো.ইব্রাহিম, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহামুদুল হক নাহিদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো.মাহাবুবুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.জামাল হোসেন, উপসহকারি কৃষি অফিসার মো.আসাদুজ্জামান খোকন, মো.হাসিবুর রহমান, মো.জাহিদুল ইসলাম বশির ও কৃষক মজিবুর রহমান মধু প্রমূখ।

যন্ত্রদিয়ে দ্রুত সময়ে অধিক জমির ধান কর্তন এবং আর্থিক সাশ্রয় দেখে কৃষকরা এতে আগ্রহী হচ্ছেন।

মেশিনে কর্তন-মাড়াই ও ঝারাই খরচ হয় একর প্রতি ৪ হাজার ৫শত টাকা। প্রচলিত পদ্ধতিতে খরচ হয় ৮ থেকে ৯ হাজার টাকা।
এছাড়া ১ একর জমির ধান কাটতে মেশিনে সময় লাগে ৩০ মিনিট। সেখানে হাত দিয়ে কাটলে ১২ জন শ্রমিকের সময় লাগে একদিন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana