বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ওই গ্রামের মো. মিলন শরীফ, মো. শহিদুল ইসলাম ও মো. লোকমান হোসেনের ঘরে এ চুরি হয়। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিস পত্র সহ দুই লক্ষাধিক টাকার মালামল নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের পরিবারগুলোর দাবি।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে কোন এক সময় তিন বাড়ীতে চুরি হয়। সে সময় ঐ ঘরগুলোতে কোনো লোক ছিলনা। ঘরের তালা ভেঙ্গে সহজে ঘরে প্রবেশ করে চোর। পাশ্ববর্তী হক্কেননূরী দরবার শরীফে ১০৩ তম ওরোজ থাকায় পারিবারের লোকজন সেখানে অবস্থায় করায় ঘরগুলো তালা বদ্ধ ছিলো। এসময় চোর ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।