বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশালী (এলজিইডি) মো. সাদ জগলুল ফারুক, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ। একই দিন ১২ টায় উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।