বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্যে নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এক কর্মশালা আজ মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আ. কাদের।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. ফারুক হোসেন খান, ইউপি সদস্য নকিরুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় অংশগ্রহনকারীদের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কর্মপরিকল্পনা তৈরী করা হয়।