বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়ণে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি তারা পালিত করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক আবদুল কাদের তাওহিদি, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আল আমিন, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, ছাত্রনেতা মো. আরিফ বিল্লাহ প্রমূখ।
মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল ইসলাম।
বক্তারা মানববন্ধন থেকে শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়ণে জড়িতদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।