রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমু ১৬তম মৃতুবার্ষিকীতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির এর সঞ্চালনায় দোয়া মোনজাতে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এস এম ফায়েজুল আলম ফিরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস. চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপস্থিতিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।