বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
‘বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই আসে, প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ফল মেলা ২০২২ উদ্ভোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ মেলার উদ্ভোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম আসাদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে মেলায় কাঁঠাল, আম, লিচু, কলা, লেবু, খেজুর, তালসহ বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়।