সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন মিস্ত্রীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কেএম হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির কো-আহবায়ক এসএম আমিরুল ইসলাম, মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
উপজেলা শিক্ষক সমিতির কো-আহবায়ক ও আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. কাজল সিকদার, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান, প্রয়াত শিক্ষক নিরঞ্জন মিস্ত্রীর ছেলে শিশির রঞ্জন মিস্ত্রী প্রমুখ।
অনুষ্ঠানে শোক প্রস্তাব করেন শিক্ষক মো. মহসীন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএম তারিকুজ্জামান এবং আমরবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভাশেষে প্রয়াত নিরঞ্জন মিস্ত্রীর সহধর্মিনী শ্যামলী রানীকে ২৫ হাজার টাকার চেক এবং বন্ধু মহলের পক্ষ থেকে মো. সরোয়ার সিকদার ২০ হাজার টাকার আর্থিক সহয়তা প্রদান করা হয়। এছাড়া কবি সুকান্ত পাঠাগারের পক্ষ থেকে দুই ছেলেকে পুস্তক উপহার দেয়া হয়।