বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক স্মৃতি ফাউন্ডেশনে সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল।
এসময় বক্তব্য রাখেন, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাসউদুল আলম, উপজেলা ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক জুসফিক জুয়েল, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম সিকদার প্রমূখ।