মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

কাঠালিয়ায় পুলিশ ফাড়ির এক কনেষ্টবলকে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাই

কাঠালিয়ায় পুলিশ ফাড়ির এক কনেষ্টবলকে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাই

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল (কঃ নং-৩২৫) মিখাইল আজম ভূয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তাকে থানায় সোপর্দ করে স্থানীয় জনতা।  শনিবার (১জানুয়ারী ) সন্ধ্যায় পার্শবর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানলে রাতেই ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝালকাঠিতে এনে পুলিশ লাইনসে রাখা হয়েছে বলে জানাগেছে।

ভান্ডারিয়া থানা পুলিশ ওসি (অপারেশন) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকরী এলাকার লোকজন মিখাইল আজম কে ভূয়া পরিচয়ে চাদাবাজীর অভিযোগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধা করে নিয়ে আসে। এসময় সে নিজেকে তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল পরিচয় দিলে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধতন কর্তপক্ষকে জানান হয়।

কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহাবুবুল ইসলাম জানায়, শনিবার বিকালে কনেষ্টবল মিখাইল একটি মামলার সোমনাদেশ নিয়ে উপজেলার বানাই গ্রামে বিবাদীর বাড়ীতে যায় । তাকে বাড়িতে না পেয়ে পার্শবর্তী ভান্ডারিয়ার ইকরী বাজারে গেলে তার সাথে ঝামেলা হয়। ভান্ডারিয়া থানার এসআই মাসুদ ফোন দিয়ে ঘটনা জানায় ও ভান্ডারিয়া থানার ওসি তাকে নিয়ে যায়। বর্তমানে কনেষ্টবল মিখাইল ঝালকাঠী পুলিশ লাইনসে রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana