শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় পা পিছলে পুকুরে পরে যুবকের মৃত্যু

কাঠালিয়ায় পা পিছলে পুকুরে পরে যুবকের মৃত্যু

কাঠালিয়ায় গাছ থেকে পড়ে

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে মো. ইয়ামিন হোসেন (২৪) নামের এক এনজিও (আশা এনজিও) কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন হোসেন উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের মো. শাহ আলমের পুত্র ও রাজাপুর আশা অফিসের কর্মী।

স্বজন ও স্থানীয়রা জানান, বড় কাঠালিয়া গ্রামের শাহ আলমের পুত্র ইয়ামিন রাজাপুর আশা অফিসের সাতানী শাখায় চাকরী করেন। ইয়ামিন হোসেন স্ত্রী ও এক সন্তান নিয়ে রাজাপুরেই বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে সাতানী বাজার আশা (এনজিও) শাখার নিকটবর্তী পুকুরে গোসল করতে যায় ইয়ামিন। পুকুরে গোসল করার সময় পা পিছেলে মাথায় আগাত পেয়ে পুকুরে পরে ডুবে যায়। অনেক সময় ধরে তার কোন খোজ না পাওয়ায় অফিসের লোকজনের সহয়তায় স্থানীয়রা খোঁজা-খুজি করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ইয়ামিনের জুতা ওই পুকুরের পানিতে ভাসতে দেখেন এবং পুকুরে খোঁজার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এনজিও কর্মী ইয়ামিনের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana