বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপী মতুয়া সমাবেশ ও বারুনী উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে শোভা যাত্রার মাধ্যমে কাঠালিয়ার শ্রী শ্রী হরি গুরুচাঁদ হরি গোসাই সেবাশ্রমে এ উৎসবের আয়োজন করা হয়।
সোমবার সকালে প্রসাদ বিতরনের মাধ্যমে এ সমাবেশের সমাপ্তি ঘটবে। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ এ অনুষ্ঠনে অংশ গ্রহন করেন। ২ দিনের সমাবেশে হরি গুরু চাঁদের আবির্ভাব ও মতুয়া মতাদর্শের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সমাবেশে আলোচনা, যাত্রাপালা, হরি সংগীত ও প্রসাদ বিতরন করা হয়।