সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

কাঠালিয়ায় ডেকে নিয়ে স্বাক্ষর ও ছবি তোলার প্রতিবাদ করে সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় ডেকে নিয়ে স্বাক্ষর ও ছবি তোলার প্রতিবাদ করে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় মোঃ তুলিপ মল্লিককে একটি অনুষ্ঠানে ডেকে নিয়ে কাগজে স্বাক্ষর ও ছবি নেয়ার প্রতিবাদ জানিয়ে কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তুলিপ মল্লিক।

তুলিপ কাঠালিয়া সদর ইউনিয়নের দক্ষিন আউরা গ্রামের মোঃ মাহাবুবুর রহমান দুলাল মল্লিকের ছেলে।

আজ ১৩ ডিসেম্বর দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে লিখিত ভাবে অভিযোগ করেন তুলিপ মল্লিক ও তার মা খাদিজা বেগম।

লিখিত বক্তব্যে জানান, গত ০৫ ডিসেম্বর ২০২১ইং তারিখ একওই গ্রামের মোঃ কালাম সিকদারসহ কয়েকজনে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের দোতলায় সাংবাদিক ক্লাবের কার্যালয়ের অনুষ্ঠানে আমাকে ভুল বুঝিয়ে বসিয়ে রেখে একটি কাগজে স্বাক্ষর ও ছবি তুলে নেয়। পরে আমি জানতে পারি এটি একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ সম্মেলনটি ছিলো আমার দাদা মরহুম গফুর মল্লিকের বিরুদ্ধে। আমাদের পরিবার একটি আওয়ামীলীগ পরিবার। আমার পিতা মোঃ মাহাবুবুর রহমান দুলাল মল্লিক ১৯৮৫ সাল থেকে দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি মানুষিক রোগী হওয়ার কারনে আর রাজনীতি করতে পারেননি। অথচ ঐ মহলটি আমাকে জোর পূর্বক তাদের সংবাদ সম্মেলনে বসিয়ে স্বাক্ষর ও ছবি নিয়ে রাজাকার পরিবার হিসেবে পরিচিতি করার জন্যে অপপ্রচার চালাচ্ছে। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana