শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, বীরমুক্তিযোদ্ধা সালেহ মো. মোয়াজ্জেম, সাংবাদিক মো. মহসীন খান, সমবায়ী মো. মিজানুর রহমান সোহাগ প্রমূখ।