শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানজিলা আহমেদ।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহম্মেদুর রহমানসহ সভায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।