শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন

বার্তা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলা ও ক্ষয়-ক্ষতি এড়াতে ঝালকাঠির কাঠালিয়ায় জরুরী এক প্রস্ততি সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে জরুরী এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় উপজেলায় ৭টি কন্ট্রোল রুম, ১৪ সাইক্লোন সেল্টার ও ৮১টি স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন আশ্রয়ন কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জরুরী চিকিৎসা সহায়তার জন্য ৬ টি ভ্রাম্যমান মেডিকেল টিম, ১টি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল, পুলিশ বাহিনী, রেডক্রিসেন্ট ও স্কাউট সদস্যদের প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি আশ্রয়ন কেন্দ্রে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। তিনি আরও জানান, ‘হামুন’ মোকাবেলা ও ক্ষয়-ক্ষতি হ্রাসের জন্য উপজেলার ০৬টি ইউনিয়নে ০৬টি তদারকি টিম গঠন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও রেডক্রিসেন্ট এবং স্কাউট সদস্যরা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana