শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আধাবদ্ধ খাল, প্লাবন ভ‚মি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলার ৩৭টি আধাবদ্ধ খাল, প্লাবন ভ‚মি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১হাজার ৩কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।