মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন এর পক্ষথেকে ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৫২টি পুজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও ভক্তবৃন্দের সাথে এ শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুল হক কামাল, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কাঠালিয়া উপজেলার সভাপতি গৌতম মন্ডল প্রমুখ।