শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে বিদুৎ সংযোগ না থাকায় যাত্রী দূর্ভোগ, মাদক ও অপরাধ প্রবণাতা বৃদ্ধি পাওয়ায় অত্র এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’ নামের স্থানীয় একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে কাঠালিয়া উপজেলা আবাসিক প্রকৌশলী (ওজোপাডিকো) দীপক কুমার মিস্ত্রীর মাধ্যমে ওজোপাডিকো‘র প্রধান প্রকৌশলী, ঝালকাঠি জেলা প্রশাসক, ওজোপাডিকোর বরিশালের পরিচালক ও সংরক্ষণ সার্কেল, নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্প বরিশাল এবং বিক্রয় ও বিতরণ বিভাগ ঝালকাঠি বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অমিত হাসান তুহিন সিকদার জানান, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে লঞ্চঘাট এলাকার ৩০০ মিটির লাইনের বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংযোগ বন্ধ করে দেয় স্থানীয় বিদ্যুৎ বিভাগ। এর পর দীর্ঘ ১৫ বছরেও ক্ষতিগ্রস্ত ও লাইনে আর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। এ ঘাট থেকে প্রতিদিন ঢাকা-কাঠালিয়া ও কাঠালিয়া-ঢাকাগামী লঞ্চের শতশতযাত্রী এবং কাঠালিয়া-মোকামিয়া (বেতাগী উপজেলা) খেয়া পারাপারের লোকজন সমাগম হয়। স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ না থাকায় লঞ্চঘাট এলাকাটি রাতে থাকে সম্পূর্ণ অন্ধকারে ও অরক্ষিত। যে কারণে লঞ্চে আসা ও অপেক্ষেয়মান শতশত যাত্রী সারধারণ, ব্যবসায়ী ও পথচারীসহ যানবাহনের চালকরা পড়েন চরম দূর্ভোগে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তির আর শেষ থাকে না। প্রতিনিয়িত ঘটে অহরহ দূর্ঘটনা। এছাড়া ঘাট সংলগ্ন বেড়িবাঁধে রাতের আধারে মাদকের আড্ডাসহ বিভিন্ন অপকর্ম সংগঠিত হচ্ছে। তাই এসব লাগবে দ্রæত কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিদ্যুতের পূণসংযোগ দেয়ার জোর দাবি জানান।