বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর্যনট কেন্দ্র ছৈলার চর থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের ছৈলার চরের জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে ঝুলন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানাযায়, বিষখালী নদীতে মাছ ধরা জেলেরা লাশটিকে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃত ওই নারীর হাতে শাখা এবং গলায় তুলশির মালা থাকায় হিন্দুধর্মালম্বী বলে মনে করছেন স্থানীয়রা
সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফয়সাল আহমেদ মিঠু জানান, ছৈলার চর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় মেলেনি। ঝুলন্ত অবস্থায় তার শরীর থেকে মাংস পঁচে খশে পড়েগেছে। ধারনা করা হচ্ছে অনেকদিন আগে তার মৃত্যু হয়েছে।
কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন আলম জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। পড়নের শাড়ী দিয়ে ছৈলা গাছের সাথে গঁলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে এক মাস পূর্বে তার মৃত্যু হয়। বয়স ৫০ বছর হতে পারে। এখনও তার পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।