বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়াা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কোর্ট রিপোটার্স এসোসিয়েশন, ঢাকা এর সভাপতি মো: রুবেল হাওলাদার কে সংবর্ধনা দেয়া হয়েছে। রুবেল হাওলাদার পর পর দুইবার কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা এর সভাপতি হওয়ায় নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
আজ বেলা ১১ টায় কাঠালিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপত্বিত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম লিটন। স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম।
কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ মহসীন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক খাইরুল আলম খোকন, প্রভাষক মোঃ রিয়াজ হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাঈম হোসেন, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান, চিংড়াখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন হাওলাদার, ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কাঠালিয়া উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মোঃ মাইনুদ্দিন নিউটন, আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, মোঃ আল মামুন , মোঃ হাছিব ভুট্ট, জাতীয় পার্টির নেতা মোঃ দুদা মৃধাসহ কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।