শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোসা. জেসমিন বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাঠালিয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল মোল্লার হাট গ্রামের মো. সুলতান শেখের স্ত্রী।
পুলিশ ও নিহতের মেয়ে পারভীন বেগম জানান, দুপুরে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের ব্র্যাকের সামনে ভান্ডারিয়া থেকে আসা একটি মটর সাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন জেসমিনকে উদ্ধার করে পার্শ¦বর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় পরে চালকসহ মোট ৩ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভান্ডারিয়া হাসপাতলে বিকেলে ওই নারী মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবার নেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। তাদের কোন অভিযোগও নেই। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।