শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় হরি গুরুচাঁদ হরি গোসাই সেবাশ্রমের দুইদিন ব্যাপি বারুনী উৎসব ও মতুয়া মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৩ এপ্রিল) রাতে শ্রী হরি গুরুচাঁদ হরি গোসাই সেবাশ্রমে এ উৎসব ও সম্মেলন সম্পন্ন হয়।
এরআগে শুক্রবার (১২ এপ্রিল) উৎসবের উদ্ধোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ। সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
মতুয়াচার্য গুরুদাস ঠাকুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পবিত্র হাওলাদার। এদিন সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সেবাশ্রমে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.তরুন সিকদার উপস্থিত ছিলেন। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ এতে অংশ নেন।