বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর নেতৃত্বে শিক্ষকদের একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় উপজেলা জমিয়াতুল মুদারর্সেীনের সভাপতি অথ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি সুশিল চন্দ্র মিস্ত্রী, শিক্ষক সমিতির সভাপতি এসএম আমিরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির (বাকশিশ) নেতা অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক ফয়সাল আহমেদ সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।