সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শহরের ফল ব্যবসায়ী বিজয় কৃষ্ণ মন্ডলের বসত ঘরে আগুন দিয়েছে দূর্র্বৃত্তরা। আজ সোমবার (১১ আগষ্ট) ভোররাতে উপজেলা সদরের উত্তর আউরা গ্রামের এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক টের পাওয়ায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটেনি। খবর পেয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপজেলা পুজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং পিস ফ্যাসিলেটর গ্রæপের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বিজয় মন্ডল জানান, সোমবার (১১ আগষ্ট) ভোররাতে (রাত ৩টার দিকে) বসত ঘরের পিছন থেকে আগুন দেয় দূর্বৃত্তরা। আগুনের শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় তাদের। ঘর থেকে বাহিরে বের দেখেন ঘরের পিছনের দরজা জানালায় আগুন জ¦লছে। পরে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।