শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গভীর রাতে গোয়ালঘর থেকে গাভীন গরু চুরির পর জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে কৃষক মো. সোহরাব হোসেন হাওলাদার। এসময় দুর্বৃত্তরা তার বাড়ীতে রাখা পাঁচ হাজার টাকার আমন ধানের বীজও নিয়ে গেছে বলে অভিযোগ করেন ওই কৃষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গরুর মালিক কৃষক মো. সোহরাব হোসেন হাওলাদার জানান, গোয়ালে ছোট-বড় মিলিয়ে ৩টি গরু বাধা ছিল। সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখি একটি গরু নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের রাস্তায় উপর গরু জবাইয়ের আলামত দেখা যায় এবং পাশের খালে বাচ্চাসহ গরুর ভুড়ি ভাসতে দেখে গরুটি তাঁর বলে নিশ্চিত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম খান বলেন, রবিবার গভীর রাতে কৃষক মো. সোহরাব হোসেনের একটি গাভীন গরু চুরি করে দুর্বৃত্তরা গোশত নিয়ে গেছে। এছাড়া তার এক পোন (৫ হাজার টাকা মূল্যের) আমন ধানের বীজও নিয়ে গেছে। এতে সোহরাব হোসেনের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর মোবাইল ফোনে বার বার কল করা হলেও কেউ ফোনটি রিসিভ করেনি।