সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কাঁঠালিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম,
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার(রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও তার সহধর্মিনী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমির হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক আল-আমিন তালুকদার ও সদস্য সচিব অলোক সাহা প্রমূখ।
কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো: মাসউদুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলমের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাঁঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান।