মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাঠালিয়ার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল কাঠালিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান জন্য ছাগল, ছাগলের ঘর, খাবার ও ঔষধ বিতরণ কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ১২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩৬ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন : বিএইচ হারুন কারা আসছেন ভান্ডারিয়ায় মঞ্চ মাতাতে! নলছিটির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রাজাপুরে ট্রলির চাপায় এক বৃদ্ধা মারা গেছেন, আহত হয়েছেন একজন টুঙ্গিপাড়া বাংলাদেশের অলিখিত রাজধানী- এমপি বিএইচ হারুন কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ই-কমার্স থেকে সরঞ্জাম কিনে ই-বেবির জননী

ই-কমার্স থেকে সরঞ্জাম কিনে ই-বেবির জননী

অনলাইন ডেস্ক:

তথ্য প্রযুক্তির যুগে অনেক অবাক করা সংবাদ সামনে আসে। এবার এক নারী অনলাইনে কিনলেন শুক্রাণু। ইউটিউব দেখে গর্ভে সেই শুক্রাণু প্রবেশ করানো প্রক্রিয়া শিখেছেন। শেষ পর্যন্ত জন্ম দিয়েছেন সন্তান। ৩৩ বছর বয়সী স্টেফানি মেয়ের নাম রেখেছেন ইডেন। তবে তার আশে পাশের মানুষজন নাম দিয়েছেন ‘ই-বেবি’।

অনলাইন সংক্রান্ত বিষয় গুলোর সঙ্গে ‘ই’ শব্দটি জুড়ে আছে। ‘ইলেকট্রনিক্স’ থেকেই ‘ই’ শব্দটি সামনে এসেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ই-বে থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র।

ইংল্যান্ডের নুন্থরোপের বাসিন্দা স্টেফানি টেইলর নিজেদের দ্বিতীয় সন্তান নিতে যখন আগ্রহী হলেন তখন দেখলেন, স্থানীয় ক্লিনিকগুলোতে বেশ ব্যয় বহুল। তাই বিকল্প পথ খুঁজতে থাকেন তিনি।

এক বন্ধুর সাহায্যে একটি অ্যাপের সন্ধান পান তিনি। যেখানে শুক্রাণু অর্ডার করেন। এর পর ই-বে থেকে কিনে নেন সরঞ্জামগুলো। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারকে তিনি বলেন, প্রথমবারের চেষ্টাতেই তিনি গর্ভবতী হন। ওই ডোনার তার বাসাতেই শুক্রাণু দিতে হাজির হয়েছিলেন। তার মতে সন্তানটি সত্যিকারের ‘অনলাইন বেবি’ যা ‘বিস্ময়ের’ মতোই।

তার প্রথম সন্তানের বয়স পাঁচ বছর। সাবেক সঙ্গীর সঙ্গে এখন আর সম্পর্ক নেই স্টেফানির। তার চাওয়া ছেলে সন্তান যেন একা বড় না হয়। সেই জন্যই আরেকটি সন্তান নিতে চাচ্ছিলেন। তবে অর্থনৈতিক বিষয়টির বিবেচনায় যা ছিল তার জন্য বেশ কঠিন ছিল। যদি অনলাইনে এমন সার্ভিস না থাকতো তাহলে কখনওই তিনি সন্তানের মা হতে পারতেন না।

এদিকে স্টেফানির চাওয়া ছিল, বড় সন্তানের মতো যাতে ছোট সন্তানের মিল থাকে। তাই দেখতে অনেকটা তার মতো একজন শুক্রাণু ডোনার খুঁজে নেন তিনি। শারীরিকভাবে যিনি সুস্থ ও গঠনও যাতে তার সঙ্গে মিলে এমনই একজনকে খুঁজে নেন তিনি। শুধু তাই নয় স্বভাবের দিক থেকেও পরিবারমুখী একজন ডোনার খুঁজতেও সফল হন তিনি।’

২০২০ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো শুক্রাণু দিয়ে যান ওই ডোনরা। অক্টোবারের ১৫ তারিখ প্রায় চার কেজি ওজনের সুস্থ মেয়ে সন্তান প্রসব করেন তিনি।

ইডেন বড় হলে ডোনারের সঙ্গে তাকে দেখা করিয়ে দেয়ার ইচ্ছা আছে তার বলে জানান স্টেফানি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana