রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

আসছে ইউপি নির্বাচনে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না; এমপি টিপু

আসছে ইউপি নির্বাচনে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না; এমপি টিপু

বরিশালের বাবুগঞ্জে জাতীয় পার্টি সাংগঠিনক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু বলেছেন, আসছে ইউপি নির্বাচনে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না’।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল এন্ড কলেজে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে শিল্পপতি আলহাজ সিদ্দিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জাতীয় পার্টির সমস্ত শক্তি নিয়ে তার পাশে থাকবে বলে ঘোষনা দেন।

জনগনের ভোট প্রয়োগের অধিকার জাতীয় পার্টি ফিরিয়ে দেবে। কোন অপশক্তি বাবুগঞ্জ- মুলাদীতে ভোটের অধিকার কেরে নিতে পারবে না।

সভায় বাবুগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ওমর ফারুখ বাবুল আকন, যুগ্না আহবায়ক সিদ্দিকুর রহমান, সেলিম হোসেন স্বপন, জেলা যুবসংহতীর সাধারন সম্পাদক জিএম সহীদ, উপজেলা যুবসংহতির সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, মাধবপাশা ইউনিয়ন জাপা সভাপতি মোবাশে^র আলী সিকদার, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক মোঃ রব হাওলাদার কাজল, চাঁদপাশা সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, ছাত্র সমাজ নেতা রাকিব প্রমুখ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana