বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ায় ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার সদরের বন্দর জামে মসজিদে এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কাঠালিয়া বন্দর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদু সিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মোঃ মোশারফ হোসাইন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কাঠালিয়া উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির। কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার প্রধান হাফেজ মোঃ আব্দুল কাদের ছাহেব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মোঃ আল মামুন, হাফেজ মোঃ নুরুন্নবী হোসাইন, হাফেজ মোঃ রিফাত রায়হান, হাফেজ মোঃ আব্দুল কারিম, হাফেজ মোঃ সিফাতুল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন, কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার দশ পাড়া গ্রæপের মোঃ নাঈম হোসেন, ২য় স্থান অধিকার কনের মরহুম তৈয়ব ছাহেব মুহাদ্দিস হুজুরের মাদ্রাসা ছিটকী দারুদ তাকওয়া কমপ্লেক্স এর ছাত্র মোঃ সাইমুন ইসলাম সিয়াম, পাঁচ পাড়া গ্রæপের ১ম স্থান অধিকার করেন খানকায়ে ইমদাদিয়া আশ্রাফিয়া তালগাছিয়া মাদ্রাসার ছাত্র মোঃ অলি উল্লাহ, ২য় স্থান অধিকার কনের মরহুম
তৈয়ব ছাহেব মুহাদ্দিস হুজুরের মাদ্রাসা ছিটকী দারুদ তাকওয়া কমপ্লেক্স এর ছাত্র মোঃ রিফাত হোসেন। সর্বমোট ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে পুরুষ্কৃত হয়।