সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

হাসপাতালে কাতরাচ্ছেন নলছিটির ফার্মাসিস্ট মোস্তাইন বিল্লাহ

হাসপাতালে কাতরাচ্ছেন নলছিটির ফার্মাসিস্ট মোস্তাইন বিল্লাহ

ঝালকাঠি প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন নলছিটির ফার্মাসিস্ট সা‌দিয়া মে‌ডি‌কেল হ‌লের স্বত্ত্বা‌ধিকারী মোস্তাইন বিল্লাহ। ৯ ডিসেম্বর বরিশালের চরমোনাই এলাকায় মাতুলালয়ে গিয়ে মামাত ভাই ও মামাদের হামলার শিকার হন তিনি।

ভিক‌টিমগন অ‌ভি‌যোগ ক‌রেন, মামা ও মামাত ভাই‌দের স‌হিত দীর্ঘদিন যাবৎ ৫ নং চর‌মোনাই ইউ‌পিস্থ চর‌মোনাই মাদ্রাসার দ‌ক্ষিন পা‌র্শ্বে ৬০ শতাংশ জ‌মি নিয়া বি‌রোধ চ‌লিয়া আসি‌তে‌ছে । উক্ত জ‌মি মোতা‌সিম ও মোস্তাইন বিল্লাহর খালাতো বোন মান‌সিক ও শা‌রী‌রিক প্রতিবন্ধী বুসরার । খালার মৃত‌্যুর পর থে‌কে অদ‌্যাবদী ভিক‌টি‌মের মাতা ফা‌তেমা বেগম বুসরা‌কে লালন পালন কর‌তে‌ছেন । বুসরার প্রতিবন্ধীতার সু‌যোগ নিয়া মামা হা‌বিবুর রহমান উক্ত জ‌মি জবর দখল ক‌রে ভোগ কর‌তে‌ছেন ।

এ বিষয়‌টি কেন্দ্র ক‌রে মোতা‌সিম ও মোস্তাইন বিল্লাহর মাতা, মামা হা‌বিবুর রহমা‌নের বিরু‌দ্ধে অত্র থানায় অ‌ভি‌যোগ ক‌রি‌লে ০৯/১২/২০২১ তা‌রিখ থানা হই‌তে মিমাংসা করার দিন ধার্য‌্য ক‌রি‌লে নল‌ছি‌টি থে‌কে ঘটনাস্থ‌লে মামাবা‌ড়ি যান দুই ভাই মোতা‌সিম ও মোস্তাইন বিল্লাহ্ ।

ঘটনাস্থ‌লে পৌছামাত্র একের পর এক এলোপাতাড়ি কিল-ঘুষি’র আঘাতে দিশেহারা ভাই মোতাছিম বিল্লাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সা‌থে পানজা লরছেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মোতাছিম বিল্লাহ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডা‌য়ে‌রি  করেছেন। কথা কাটাকাটির একপর্যায়ে আঃ আলিম (৫০), হাবিবুর রহমান (৫৫), আতায়ে রাব্বি (২৬), পলাশ (৪৮) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন লোক কমা‌ন্ডো স্টাইলে  এলোপাথারি মার ধর শুরু করে।

এক পর্যায়ে রডসহ দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে  হামলায় মোস্তাইন বিল্লাহ’র মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরলে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান। গুরুতর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবী পরিবারের সদস্যদের। এ বিষয়ে সুবিচার পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana