বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান মাহমুদুল হাসান নাঈম। আজ সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালকদার (বিন্দু) এর স্বাক্ষরিত এক পত্রে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের কৃতিসন্তান মাহমুদুল হাসান নাঈমকে সভাপতি নির্বাচিত করা হয়। নাইম ওই গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।
এছাড়া তানভীর আহম্মেদকে সিনিয়র সহ সভাপতি, এসএম মাহমুদুল হাসান শাওনকে সহ সভাপতি, মাহামুদুর রহমান আবীরকে সাধারণ সম্পাদক, বখতিয়ার সানিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাকিব আল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাহিব্বুর রহমান (সিফাত)কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন করা হয়েছে।