মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
পুলিশের কাজই হচ্ছে, জনগণের সেবায় আত্মনিয়োগ করা, তাদের যেকোনো সমস্যায় এগিয়ে আসা এবং সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দেয়া। আর এ কাজটি আন্তরিকতার সাথেই করে যাচ্ছেন ঝালকাঠির কাঠালিয়া থানার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই রিয়াজ রহমান।
তিনি বিট পুলিশিংয়ের মাধ্যমে উঠান বৈঠক করে সমাজের আইন না জানা প্রান্তিক মানুষগুলোকে সচেতন করে তুলছেন। এতে সমাজের অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাচ্ছে এ এলাকায়। এই পুলিশ অফিসার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক মাধ্যম নিয়মিত আইনি তথ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। ওয়ারেন্ট কেন হয়, রিকল কী, রিকল কোথায় জমা দিবেন, মিথ্যা মামলা হলে কী করবেন, প্রতারণার হাত থেকে বাঁচার উপায় কী, প্রতারিত হলে কী করবেন, জিডি করবেন কিভাবে, সড়ক নিরাপদ রাখবেন কিভাবে, হেলমেট পড়ার উপকারিতা কী ইত্যাদি মানুষের চলার পথে নানা প্রতিবন্ধকতার বিষয়ে তিনি মানুষকে সচেতন করে তুলছেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমছে।
বরিশাল জেলার বাসিন্দা এসআই রিয়াজ রহমান একজন চৌকশ পুলিশ অফিসার। তার এমন কর্মকাণ্ডে কাঠালিয়া থানা এলাকার মানুষদের পুলিশের প্রতি আস্থা বেড়ে গেছে।
এসআই রিয়াজ রহমান বলেন, কাঠালিয়া থানায় গত ১ বছরে মাদক ও যাবজ্জীবন সাজা সহ বিভিন্ন ওয়ারেন্টের শতাধিক আসামীকে গ্রেফতার করেছি এবং
৩৫২২ পিছ ইয়াবা উদ্ধার মামলায় ইতোমধ্যে আসামীর ১০ বছরের সাজা হয়েছে।
তিনি আরও বলেন, চাকরির পাশাপাশি আমি দেশ ও দেশের মানুষের উপকারের জন্য মানবিক ও সামাজিক কর্মকাণ্ড করে থাকি। মানুষকে সচেতন করে তুলতেই কাজ করে যাচ্ছি।