বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

সরকারের নাস্তিক তোষণ ও উগ্রতার প্রশ্রয়ে জাতি আজ বিপদগ্রস্ত: নেছারাবাদী হুজুর

সরকারের নাস্তিক তোষণ ও উগ্রতার প্রশ্রয়ে জাতি আজ বিপদগ্রস্ত: নেছারাবাদী হুজুর

ঝালকাঠি প্রতিনিধিঃ

‘মানব-সভ্যতার মানদÐ হলেন নবী-রসূল, আওলিয়ায়ে কেরাম ও এফরাত-তাফরীতমুক্ত মুত্তাবেয়ীন ওলামায়ে কেরাম। অসভ্যতা, অপসংস্কৃতি ও সমাজ-গর্হিত কর্মকাÐমুক্ত আর্দশ-সমাজ গড়ে তোলা তাদের কাজ। সরকারের নাস্তিক তোষণ এবং তা প্রতিরোধে ধর্মের নামে কোনো কোনো দলে অনুপ্রবেশকারী উগ্রবাদীদের কারণে দেশ-জাতি আজ বিপদগ্রস্ত। শিষ্টের পালন দুষ্টের দমনে রাষ্ট্রযন্ত্র যখন ব্যর্থ হয় তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বিচিত্র কিছু নয়।’

রোববার (৪ঠা এপ্রিল) বাদ-আছর দেশব্যাপী আলেম-ওলামাদের প্রতি কটুক্তি, বিষোদগার ও লাঞ্ছনা-অবমাননার বিরুদ্ধে ঝালকাঠি নেছারাবাদে অনুষ্ঠিত প্রতিবাদ ও দরূদে নারিয়া পাঠ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর এ কথা বলেন।

নেছারাবাদী হুজুর বলেন, ‘আল্লাহর মাইর, জগতের বাইর। আশা করি, দূরদর্শী ও ধার্মিক মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টির জরুরি সুষ্ঠু তদন্তের ব্যবস্থা নেবেন। নাস্তিকদের ফাঁদে পড়ে রনির বৌকে মামুনুল হকের বৌ সাজিয়ে এবং পুলিশ-প্রশাসনকে উপেক্ষা করে যারা ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে, জাতীয় স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তৌহীদী জনতার দাবি। তারা যদি তওবা না করে, সরকার যদি তাদের শাস্তি-বিধানে গড়িমসি করে, তাহলে আল্লাহর আযাব ও গযব থেকে দেশ-জাতি-সরকার কেউ রক্ষা পাবে না।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana