মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

শোকজের জবাব দিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহর

শোকজের জবাব দিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহর

বার্তা ডেস্ক:

শোকজের জবাব দিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।  আজ রোববার (৬ এপ্রিল) জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত শোকজের জবাব দেন।  জবাবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিভিন্ন বিষয় ‍উল্লেখ করেন ও তার ব্যাখ্যা প্রদান করেন। জবাবের একটি অনুলিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায়, জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে কারণ দর্শানোর জবাব প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে আপনার প্রেরিত বিগত ০৫/০৪/২০২৫ইং তারিখের কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে জবাব প্রদান করা যাইতেছে যে, আমি কাঠালিয়া উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে বিগত ৩০/০৩/২০২২ তারিখ থেকে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি কোন চাঁদাবাজ নই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কোন কাজ আমি করি নাই। আমি ১৯৮০ সাল থেকে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। ১৯৯০ সাল থেকে আমুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৪ সাল থেকে আমি আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করেছি। ২০২২ সালের ৩০শে মার্চ তারিখে সম্মেলনের মাধ্যমে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছি। আমি বিগত ২০১১ সালের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং সততা এবং নিষ্ঠার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। প্রকাশ থাকে যে, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ দলীয় প্রতীকে মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।

আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্নকরার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার এজাহারকৃত ২১/১১/২০২৪ ইং তারিখের মামলাটি কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাংগঠনিক সম্পাদকদ্বয় ও মামলায় বর্ণিত স্বাক্ষিগণের উপস্থিতিতে মামলাটি রুজু করা হয়। উল্লেখিত সুমন খলিফা কাঠালিয়া উপজেলার বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের কোন কমিটিতে নাই। তিনি ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তমের নিকটতম লোক। কাঠালিয়া উপজেলা কমিটি গঠন কালে শাহজাহান ওমরের কতিপয় লোকজন শাহজাহান ওমরের নির্দেশে বিএনপি’র কমিটিতে অন্তর্ভুক্ত হয় নাই। বিগত ৪/১২/২০২৩ তারিখ বেলা ১১ ঘটিকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার শাজাহান ওমর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কার প্রার্থী হয়ে কাঠালিয়ায় এসে এজাহারভ‚ক্ত আসামীগণ কাঠালিয়া উপজেলা বিএনপি অফিসে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। সুমন খলিফা উক্ত বিএনপি’র অফিস ভাংচুর করার অভিযুক্ত ৮নং আসামী। কাঠালিয়া উপজেলা বিএনপির দলীয় সিদ্বান্ত অনুযায়ী ও স্বাক্ষি প্রমান সাপেক্ষে উক্ত মামলা এজাহার করা হয় এবং তাকে আসামী করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর এই সুমন খলিফা আওয়ামী লীগের এমপি/মন্ত্রী/আওয়ামী নেতৃবৃন্দের সাথে যোগসাযশে ঠিকাদারী ব্যবসা-বাণিজ্য করে আসছে। বিগত ফ্যাসিষ্ট সরকারের অধীনে ৭ই জানুয়ারির প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনে অভিযুক্ত সুমন খলিফাসহ মামলায় বর্ণিত আসামীগন আওয়ামী প্রার্থী শাহজাহান ওমরের নৌকা প্রতিকে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনা চালায়।

আমি সুমন খলিফার নিকট কোন চাঁদা দাবি করি নাই। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি কোন প্রার্থীর পক্ষে সমর্থন করি নাই। ভোট কেন্দ্রে ভোট দিতে নির্দেশনা প্রদান করি নাই। বরং কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপির সভাপতিসহ সকল নেতৃবৃন্দকে নিয়ে ভোট বর্জনের নির্দেশনা দিয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোন কর্মকান্ডে জড়িত ছিলাম না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কোন কর্মকান্ডে জড়িত ছিলাম না।

এমতবস্থায় আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সে মতে বিষয়টি সরজমিনে তদন্ত সাপেক্ষে আমাকে উক্ত অভিযোগ থেকে অব্যহতি প্রদান করিতে অনুরোধ করা হইল।

এছাড়া অবহতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রদান করা হয়-
১। জনাব আব্দুল আউয়াল মিন্টু, সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সাংগঠনিক টিম প্রধান,
বরিশাল বিভাগ।
২। জনাব আকন্দ কুদ্দুসুর রহমান, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রিয় নির্বাহী কমিটি, বরিশাল বিভাগ।
৩। জনাব মাহবুবুল হক নান্নু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রিয় নির্বাহী কমিটি, বরিশাল বিভাগ।
৪। জনাব মোঃ হায়দার আলী লেলিন, সদস্য, কেন্দ্রিয় নির্বাহী কমিটি ও আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি, ঝালকাঠি।

উল্লেখ্য, গতকাল শনিবার (৫ এপ্রিল) জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমুর্তি- ক্ষুন্নসহ নানা অভিযোগ এনে তাকে শোকজ করেন। শোকজে তাকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana