বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়ায় উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. মাসুম বিল্লাহ শাহজালাল(৫১) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। সোমবার (২৪ মে) সকালে ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদ জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাকে মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টায় জানাজা শেষে উপজেলার দক্ষিন ঁেচচরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়া ও সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ।