সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কুমিল্লার লালমাই উপজেলায় রিকশা চালকের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবদুল মতিন (৫৫) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ।

রোববার (১৭ জুলাই) ভোর রাতে লালমাই থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ফয়েজগঞ্জ বাজার থেকে অভিযুক্তকে আটক করেন।

স্থানীয়রা জানায়, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক আবদুল মতিন গত ৩ জুলাই একই গ্রামের রিকশা চালকের ৯ বছরের শিশু কন্যাকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে খেতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন।

শিশুটির বাবা কুমিল্লা শহরে রিকশা চালান। তার মা অন্যের বাড়িতে কাজ করে।

ঘটনার দিন বিকেলে মা কাজ থেকে ফিরলে শিশুটি মাকে জানালে তিনি বাদী হয়ে গত ১৪ জুলাই লালমাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারায় মামলা (নং ০৩, তাং ১৪/০৭/২০২২ইং) দায়ের করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড এবং স্থানীয় তদন্তের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana