মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি:
আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল হোসেনের পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহাস্পতিবার (১০ মার্চ) বেলা ১ টা ১৫ মিনিটের দিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।।
আগামীকাল শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ টায় জানাজা শেষে নিজ বাসভবনের সামনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন (এমপি), বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম), কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, সাবেক সাধারন সম্পাদক মোঃ তরুন সিকদার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন কবির, বিএনপি নেতা ইলিয়স মিয়া, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মাহমুদুল হক নাহিদ সিকদার, মাহমুদ হোসেন রিপন,মিঠু সিকদার, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম ও সাখয়াত হোসেন অপু সিকদার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন, ঝালকাঠি প্রেস ক্লাব, ঝালকাঠি রিপোটার্স ইউনিটি ও কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।