শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় রাজাপুর-কাঠালিয়া-আমুয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার শৌলজালিয়া মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, সহকারী অধ্যাপক রমিজ উদ্দিন ও বিপ্লব কান্তি মন্ডল প্রমূখ। বক্তরা, শিক্ষক উৎপল কুমার হত্যাকারী আসামীকে ফাঁসি ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসের লাঞ্চনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তাতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির করেন। মানববন্ধনের আয়োজনে করে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ।