রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
লাফিয়ে কমেছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিনে ১৪ টাকা কমেছে। নতুন দাম কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে।
নতুন দাম অনুযায়ী, এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।
সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্শ অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা কমিয়ে নতুন দামে বিক্রি হবে মঙ্গলবার থেকে। এখন থেকে ১৭৮ টাকাই মিলবে বোতলজাত এক লিটার সয়াবিন।